হাতির আক্রমণে কৃষকের প্রাণ গেল রাঙ্গুনিয়ায়

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আবারও হাতির আক্রমণে প্রাণ গেল আব্দুল আজিজ নামের এক কৃষকের। রাতে ক্ষেতে ফসল পাহারা দিতে গেলে হাতির আক্রমণের শিকার হন তিনি।

শুক্রবার (১ জুলাই) গভীররাতে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল আজিজ (৬৫) উপজেলার পদুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ত্রিপুরা সুন্দরী এলাকার পূর্বপাড়া গ্রামের মৃত গুরা মিয়ার ছেলে।

শনিবার (২ জুলাই) সকালে খবর পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এর আগে গত ২৬ জুন সন্ধ্যায় হাতির আক্রমণে মো. শাহ আলম (৫৫) নামের আরেক কৃষকের মৃত্যু হয়। তিনি উপজেলার শিলক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন ধরে পদুয়ার বিভিন্ন এলাকায় রাতে পাহাড় থেকে বন্যহাতির পাল নেমে স্থানীয়দের ক্ষেতের ফসল নষ্ট করে দিচ্ছিল। শুক্রবার রাতে ক্ষেত পাহারা দিতে পাহাড়ে যান আবদুল আজিজ। রাতে আর বাসায় ফেরেননি তিনি। শনিবার সকালে স্থানীয় কয়েকজন কৃষক ওই পাহাড়ি এলাকায় কাজ করতে গেলে জমিতে আজিজের লাশ পড়ে থাকতে দেখতে পান। তার শরীরের বিভিন্ন স্থানে হাতির পা ও শুঁড়ের আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় বন্যহাতি আবদুল আজিজের ওপর আক্রমণ করে।

রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মাসুম কবির বলেন, ‘হাতির পায়ে পিষ্ট হয়ে এক কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। কিছুদিন ধরে খাবারের খোঁজে বন্যহাতির দল লোকালয়ে এসে হানা দেওয়া শুরু করেছে। সবাইকে সতর্কভাবে চলাফেরা করতে হবে।’

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুল্লাহ বলেন, ‘উপজেলার পদুয়ায় বন্যহাতির আক্রমণে আবদুল আজিজ নামের এক কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি, আবদুল আজিজ জমি বর্গা নিয়ে বিভিন্ন সবজি চাষ করতেন। শুক্রবার রাতে নিজ ক্ষেত পাহারা দিতে গিয়ে বন্যহাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!