হলুদ-মরিচের গুঁড়ায় ক্ষতিকর রং, খাতুনগঞ্জের ব্যবসায়ীকে অর্থদণ্ড ৩ লাখ

চট্টগ্রামের খাতুনগঞ্জে হলুদ-মরিচের গুঁড়ায় ক্ষতিকর রং মেশানোর দায়ে সিলগালা করা হয়েছে একটি মসলার মিল। একইসঙ্গে মিল মালিককে তিন লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৪ জুলাই) সকালে অভিযান চালিয়ে খাতুনগঞ্জের ‘আলম ক্রাসিং মিল’ মালিকের কাছ থেকে এই জরিমানা আদায় করা হয়।

একইদিনে অন্য অভিযানে নগরীর বক্সিরহাট কাঁচাবাজারে মূল্য তালিকা না থাকায় দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার জরিমানা করা হয়। এছাড়া কোতোয়ালী থানা এলাকার দুটি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ১৪ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম ভোক্তা অধিকার বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, সহকারী পরিচালক রানা দেবনাথ এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!