স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার ছাড়ার পরই গুলিবিদ্ধ আরও এক মেম্বার প্রার্থী

কক্সবাজারে আবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের এক মেম্বার প্রার্থী গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ মেম্বার প্রার্থী রেজাউল করিম রেজাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যায় সহিংস ঘটনা বন্ধের নির্দেশ দিয়ে কক্সবাজার ত্যাগের মাত্র ৫ ঘণ্টার মধ্যে এ ঘটনা ঘটে।

সোমবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মেম্বার প্রার্থী রেজাউল করিম রেজা কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী। তিনি তোতকখালী এলাকার সাবেক মেম্বার আবুল কালামের ছেলে। রেজা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

জানা গেছে, সোমবার রাতে পিএমখালী ইউনিয়নের তুতকখালী এলাকার বটতলী স্টেশনের একটি চা দোকানের বাইরে ১০-১২ জন লোক নিয়ে তিনি নির্বাচনী আলাপ করছিলেন। এমন সময়ে মোটরবাইক নিয়ে দুর্বৃত্তরা অতর্কিতভাবে এসে গুলিবর্ষণ করে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ মেম্বার প্রার্থীর স্বজনরা এ ঘটনার জন্য প্রতিপক্ষ প্রার্থী তাজমহল সিকদারকে দায়ী করেছেন।

এর আগে গত শুক্রবার রাতে ঝিলংজা ইউনিয়নের মেম্বার প্রার্থী কুদরত উল্লাহ সিকদার ও তার ভাই জহিরুল ইসলাম সিকদার গুলিবিদ্ধ হন।

তারা দুই ভাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন রোববার দুপুরের দিকে গুলিবিদ্ধ জেলা শ্রমিক লীগ সভাপতি জহিরুল মারা যান।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!