সোনা নিয়ে ধরা সেই বিমানযাত্রীর ১০ বছরের কারাদণ্ড

অবৈধভাবে দুবাই থেকে ৬টি গোল্ড বার এনে দুই বছর আগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছিলেন রাউজানের জামাল। রোববার (১৭ নভেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আশফাকুর রহমানের আদালত ওই মামলায় জামালের ১০ বছর কারাদণ্ডাদেশ দেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ফখরুদ্দিন চৌধুরী বলেন, ‘সোনা চোরাচালান মামলায় মোহাম্মদ জামালকে আদালত ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন। এই মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে অপরাধ প্রমাণিত হয়েছে। পাশপাশি ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানা অনাদায়ে ৩ মাস কারাভোগ করতে হবে।’

মামলার সূত্রে জানা যায়,‘আসামি জামাল ২২ ফেব্রুয়ারি ২০১৭ দুবাই থেকে আসা একটি বিমানের যাত্রী ছিলেন। কাস্টমস কর্মকর্তারা তাকে ছয়টি সোনার বার এবং ২৫ গ্রাম স্বর্ণালংকারসহ আটক করেছিল। তৎকালীন সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল হেলিম ভূইয়া বাদি হয়ে জামালের বিরুদ্ধে মামলা করেন।’

২৪ মার্চ ২০১৭ সাল জামালকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। ১৭ জুলাই ২০১৭ জামালের বিরুদ্ধে অভিযোগ গঠন এবং বিচার শুরু হয়।

এফএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!