সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম ঘুরে গেলেন ভারতীয় হাই কমিশনার

চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম পরিদর্শন করেছেন বাংলাদেশের নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাশ এবং চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী। এছাড়াও সীতাকুণ্ডের স্বয়ম্ভুনাথ, ভবানী মন্দির সহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন করেন তারা।

পরিদর্শনকালে মন্দির উন্নয়নে রিভা গাঙ্গুলী দাশ সাধ্যমত সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।

শনিবার (১১ জানুয়ারি) স্রাইন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন দাশের সঞ্চালনায় অ্যাডভোকেট সাধনময় ভট্টাচার্য্য সভাপতিত্বে অনুষ্ঠানে গত দুই বছরের উন্নয়ন কাজগুলো তুলে ধরেন সনাতন সংগঠনের প্রতিষ্ঠাতা অশোক চক্রবর্ত্তী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শংকর মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরী মহারাজ, স্রাইন কমিটির সিনিয়র সদস্য অধ্যাপক ড. জ্যোতিপ্রকাশ দত্ত, অ্যাডভোকেট সুখময় চক্রবর্ত্তী, বিপ্লব দাশ, সুজন কান্তি মহাজন, রুপম ভট্টাচার্য্য, দীপক নাথ, সজল দে, সজল কান্তি দাশ, সুরেশ শীল, রাসেল সরকার, ধীমান দত্ত, অমল চৌধুরী, মান্না দে, বিশ্বজিৎ চক্রবর্ত্তী, রাজীব দাশ বাবু, রক্তিম নাথ, বিবেকানন্দ চৌধুরী, রুপম রায়, যীশু ভৌমিক, গৌতম কান্তি চন্দ অধীর পাল, সনাতন সঙ্গঠনের বিভাগীয় কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার রাজীব দাশ, ইঞ্জিনিয়ার শুভ্র করু উপস্থিত ছিলেন।শ্রী সুনির্মল সেন লিটন, সমীর শর্মা, তাপস চক্রবর্ত্তী, বিষ্ণুচরণ দাশ, কাশীনাথ, সুনিল বাবু, প্রদীপ রঞ্জন।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!