সীতাকুণ্ডে ব্র্যাক কর্মকর্তা করোনায় আক্রান্ত

চট্টগ্রামের সীতাকুণ্ডের পৌরসদর এলাকায় আরও একজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সীতাকুণ্ডে মোট ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।

করোনা আক্রান্ত ব্যক্তি ব্র্যাক কর্মকর্তা বলে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. নুর উদ্দিন।

জাা গেছে, পৌরসভার আমিরাবাদ এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন ব্র্যাকের যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির উপজেলা ম্যানেজার (৪৬)। তার গ্রামের বাড়ি রংপুর জেলায়। তিনি গত ২৯ এপ্রিল হাসপাতালে নমুনা দিয়ে আসলে বুধবার (৬ মে) ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে করোনা শনাক্তের রিপোর্ট পজিটিভ আসে তার।

রিপোর্ট আসার পরেই ওই ব্র্যাক কর্মকর্তার ভাড়া বাসাসহ ২ বাড়ি লকডাউন করা হয়। একইসঙ্গে লকডাউনে রাখা হয় তার ৬ সহকর্মীকে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. নুর উদ্দিন বলেন, আক্রান্ত ব্যক্তিকে ফৌজদারহাট বিআইটিআইডিতে ভর্তি করা হয়েছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!