সীতাকুণ্ডের লোক পরিচয়ে পাসপোর্ট করতে এসে ধরা মিয়ানমারের নাগরিক

পরিচয় লুকিয়ে পাসপোর্ট করতে এসে ধরা খেলেন মিয়ানেমারের এক নাগরিক। চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে বুধবার (২৮ আগস্ট) এ ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার সকালে মোহাম্মদ ফয়সাল নামের এক ব্যক্তি চট্টগ্রাম নগরীর মনসুরবাদে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে যান। তার আবেদনে ঠিকানা দেখানো হয় সীতাকুণ্ডের জঙ্গল লতিফপুর। পিতা ও মাতার নাম লেখা হয় যথাক্রমে মোহাম্মদ নাসিম ও শমজিদা বেগম৤

চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের কর্মকর্তাদের সন্দেহ হলে তারা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সরবরাহ করা রোহিঙ্গাদের ফিঙ্গার প্রিন্টের সংরক্ষিত ডাটাবেজ অনুযায়ী আঙ্গুলের ছাপ যাচাই করে দেখেন। এতে তাকে রোহিঙ্গা হিসেবে শনাক্ত করা হয়। মূলত ভুয়া ঠিকানা ও পিতা-মাতার নাম ব্যবহার করে বাংলাদেশি নাগরিক হিসেবে পাসপোর্ট করার চেষ্টা করে ওই যুবক।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মোহাম্মদ ফয়সাল নামের ওই ব্যক্তি নিজেকে রোহিঙ্গা হিসেবে স্বীকার করে নেন।

তাৎক্ষণিক তল্লাশিতে তার কাছ থেকে মিয়ানমারের নাগরিকত্বের রেজিস্ট্রেশন কার্ড পাওয়া গেছে। যার নম্বর ১৮৮২০১৯০৫০২১১১৫১১। ওই কার্ডে তার পিতার নাম সোনা মিয়া এবং মায়ের নাম আনোয়ারা বেগম লেখা রয়েছে।

মোহাম্মদ ফয়সাল জানান, তার বয়স যখন ৪-৫ বছর তখন তিনি কক্সবাজার এসে বসবাস শুরু করেন।

ঘটনার পর তাকে নগরীর ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!