সিনহা হত্যা মামলা অবৈধ দাবি করে আদালতে রিভিশন

মেজর সিনহা হত্যাকাণ্ডের পর বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসের করা হত্যা মামলাটি অবৈধ দাবি করে রিভিশন আবেদন করেছেন আসামি পক্ষের আইনজীবী। আসামি পক্ষের এই রিভিশন আবেদনের শুনানি ২০ অক্টোবর ধার্য করেছেন আদালত।

রোববার (৪ অক্টোবর) কক্সবাজার জেলা দায়রা জজ আদালতে আবেদনটি করেন এডভোকেট মাসুদ সালাহ উদ্দিন।

তিনি আবেদনে উল্লেখ করেছেন, সিনহার বোনের করা মামলাটির বিচার প্রক্রিয়ায় আইনের ২০৫-ডি সেকশনকে অনুসরণ করা হচ্ছেনা। ফলে সিনহা হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠু ও ন্যায় বিচার প্রতিষ্ঠা নিয়ে সন্দেহ রয়েছে। বিচারকার্য সঠিক ধারায় নিয়ে যেতে হলে ২০৫-ডি সেকশন অনুসরণ করার আবেদন করেন।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এরপর ৫ আগস্ট এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। মামলাটির তদন্তভার র্যা বকে দেয়া হয়। ৬ আগস্ট আদালতে আত্মসমর্পণ করেন পুলিশের ৭ সদস্য। গত এক মাসে র্যা ব এপিবিএন’র ৩ সদস্য, পুলিশের মামলার ৩ সাক্ষীসহ ১৩ জনকে আটক করে নানা মেয়াদে রিমান্ডে নেয়। ১৪তম আসামি হিসেবে গ্রেফতার হন কনস্টেবল রুবেল শর্মা।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!