সালাউদ্দিন কাদের ‘যুদ্ধাপরাধী না’ সাফাই গেয়ে মামলা খেলেন বন গবেষণার পরিচালক

চট্টগ্রামের যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে সাফাই গেয়ে ছাত্রলীগ নেতার মামলা খেলেন বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) ভারপ্রাপ্ত পরিচালক ড. রফিকুল হায়দার।

বৃহস্পতিবার (১ জুন) চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জহিরুল কবিরের আদালতে মামলাটি করেন পাঁচলাইশ থানা ছাত্রলীগের সহসভাপতি সোহরাব হোসেন।

অভিযোগ গ্রহণ করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটকে তদন্ত করে ২৩ জুলাই প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, রফিকুল হায়দারের ৪৪ সেকেন্ডের একটি অডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে। সেই অডিওতে তিনি বলেন, ‘সালাউদ্দিন কাদের যুদ্ধাপরাধী ছিলেন না, ভালো মানুষ ছিলেন। তার এলাকায় যাও, খবর নাও। তার একটাই দোষ হাসিনাকে আঘাত করেছে সংসদে দাঁড়িয়ে।’

এছাড়া গত ২৮ মার্চ ও ১৯ এপ্রিল তার একই বক্তব্য দিয়ে দুটি পত্রিকায় শিরোনামও ছাপা হয়েছিল। বিএফআরআই’র কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকেও সালাউদ্দিন কাদের চৌধুরীকে নিরাপরাধ দাবি করে বক্তব্য দিয়েছেন বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধী ছিল না বলে দাবি করায় বিএফআরআই’র ভারপ্রাপ্ত পরিচালক রফিকুল হায়দারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। আদালত অভিযোগ গ্রহণ করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটকে তদন্ত করে ২৩ জুলাই প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।’

তবে নিজের বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা দাবি করেন ড. রফিকুল হায়দার। চট্টগ্রাম প্রতিদিনকে তিনি বলেন, ‘আমি কিছুদিন আগে বেশ কয়েকজন অসাধু কর্মকর্তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিলাম। তাই ওরা জোট হয়ে আমার বিরুদ্ধে লেগেছে। আপনিই বলেন, আমি সরকারের একটি গুরুত্বপূর্ণ জায়গায় থেকে এমন মন্তব্য করতে পারি?’

ড. রফিকুল আরও বলেন, ‘যে রেকর্ডটির কথা বলা হচ্ছে, তা আমার না। আমি আজ শুনলাম রেকর্ড দিয়ে মামলা হয়েছে, আমিতো ঢাকায় আছি। যেখানে বাংলাদেশের মহামান্য আদালতের রায়ে সাকা চৌধুরী দণ্ডিত যুদ্ধাপরাধী, সেখানে আমি কি করে এমন মন্তব্য করবো?’

এর আগে বিভিন্ন প্রজেক্ট ও সরকারবিরোধী মনোভাবের কারণে বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের গত ১ মার্চ ড. রফিকুল হায়দারকে শোকজ করা হয়। গত ৯ মার্চ শোকজের জবাব মন্ত্রণালয় পাঠালেও তা সন্তোষজনক নয় বলে জানা গেছে।

আরএস/বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!