সাতকানিয়া ও লোহাগাড়ায় মোতালেবের নির্বাচনী কার্যালয় উদ্বোধন

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী এমএ মোতালেবের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এছাড়া তিনি প্রচারণাও শুরু করছেন।

সোমবার (১৮ ডিসেম্বর) এই নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। এদিন বিকাল ৩টায় সাতকানিয়া পৌরসভা সদরের মোটর স্টেশন, বিকাল ৪টায় পৌরসভা ১ নম্বর ওয়ার্ড পরশমণি কমিউনিটি সেন্টার এবং লোহাগাড়া উপজেলার আমিরাবাদে মোতালেবের প্রধান নির্বাচনী কার্যালয়গুলোর উদ্বোধন করেন এমএ মোতালেব সিআইপি।

সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মোতালেব এবার ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

সাতকানিয়া পৌরসভার নির্বাচনী প্রধান কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবদুল গফুর লালু, সাতকানিয়া উপজেলা কার্যালয়ের উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আহমদ সাইফুদ্দীন ছিদ্দিকী এবং লোহাগাড়া কার্যালয়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী।

এ সসয় নির্বাচনের প্রধান সমন্বয়কারী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আ ম ম মিনহাজুর রহমান, সদস্য সচিব ও সাতকানিয়া পৌরসভার মেয়র মো. জোবায়ের, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য সন্তোষ কুমার মল্লিক, জেলা আওয়ামী লীগ নেতা বিজয় কুমার বড়ুয়া, শহীদুল কবির সেলিম, রুপ কুমার নন্দী খোকন, উপজেলা আওয়ামী লীগ নেতা হোসেন কবির, নজরুল ইসলাম শিকদার, জাফর আলম, চেয়ারম্যান আবু সালেহ, চেয়ারম্যান সেলিম উদ্দীন, চেয়ারম্যান জসিম উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র একেএম মোর্শেদ, এনামুর রহমান, মোহাম্মদ সোহেল, যুবলীগ নেতা মোহাম্মদ কামাল, মোহাম্মদ আইয়াজ, লোহাগাড়া উপজেলার অনুষ্ঠানে দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার কামাল, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাসেম মিয়া, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, মুজিবুর রহমান মুজিব, মাস্টার মো. মিয়া ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য মামুন-উর রশিদ চৌধুরী, নুরুল হক কন্ট্রাক্টর, কামরুল হুদা, দিদারুল আলম বাবুল, পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, লোহাগাড়া উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের মধ্যে শাহ আলম পল্টু, জানে আলম, মাস্টার শফিকুর রহমান, আছহাব উদ্দিন, গাজী ইছহাক মিয়া, শামসুল ইসলাম, সিরাজুল ইসলাম, কামাল উদ্দিন, জামাল উদ্দিন, ফোরাত বিন হানিফ চৌধুরী শাকিল, রিটন বড়ুয়া রোনা, নুরুল কবির, আলী আহমদ, হেফাজত উল্লাহ সিকদার, আবচার আহমদ, হারুনুর রশিদ রাসু, মুজিবুল হক, নাছির উদ্দীন, জাহিদুল কবির সুমন, নাজিম উদ্দিন।

উদ্বোধনী বক্তব্যে মোতালেব বলেন, সুন্দর, স্বচ্ছ ও জবাবদিহিতার পরিবেশ গড়ে তোলার পাশাপাশি উন্নত এবং স্মার্ট সাতকানিয়া-লোহাগাড়া গড়ে তোলা হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!