সাংসদ মোছলেম পরিবারে আরও ৪ জনসহ করোনা আক্রান্ত এখন ১৪

চট্টগ্রাম-৮ আসনের (চান্দগাঁও-বোয়ালখালী) সাংসদ মোছলেম উদ্দিন আহমেদের পরিবারের আরও চার সদস্যের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রাতে ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে প্রকাশিত ফলাফলে এই তথ্য জানা গেছে।

১৫ বছরের রাজু ও টুনি নামের দুই কিশোর-কিশোরী, আশরাফ নামের ২৯ বছর বয়সী একজন এবং সাঞ্জিব চক্রবর্তী নামে ৫৬ বছরের আরেক পুরুষের শরীরের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সাঞ্জিব চক্রবর্তী সাংসদ মোছলেম উদ্দিনের ম্যানেজার। আশরাফ সাংসদের বাসার বাবুর্চি। অন্যদিকে রাজু ও টুনি দুজনেই তার বাসার গৃহকর্মী বলে জানিয়েছে সাংসদের পারিবারিক সূত্র।

প্রসঙ্গত, বুধবার রাতে প্রকাশিত রিপোর্টে সাংসদ ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদসহ পরিবারের ১০ সদস্যের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। করোনা আক্রান্ত সবাই বৃহস্পতিবার (১১ জুন) চট্টগ্রাম ছেড়ে ঢাকা চলে গেছেন।

এর আগে ওই পরিবারের ২৮ জনের শরীরের নমুনা সংগ্রহ করেছিল বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীরা। বুধবারে প্রকাশিত রিপোর্টে ১৫ জনের মধ্যে ১০ জন পজিটিভ ছিলেন। বৃহস্পতিবারের রিপোর্টে ১৩ জনের মধ্যে চারজন পজিটিভ।

এফএম/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!