শেখ হাসিনার কারান্তরীণ দিবসে পতেঙ্গায় দুস্থদের চাল দিলেন দেবাশীষ পাল দেবু

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারান্তরীণ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম নগরীর পতেঙ্গার কাটগড়ে।

শনিবার (১৬ জুলাই) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য দেবাশীষ পাল দেবু।

তিনি বলেন, ‘শেখ হাসিনার দৃঢ়তায় তথাকথিত সুশীলদের গণতন্ত্র মাইনাসের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছিল। এক-এগারোর সৃষ্টি হয়েছিল বিএনপি ও হাওয়া ভবনের দুঃশাসন, দুর্নীতি, লুটপাটের প্রেক্ষাপটে। অথচ প্রথমেই গ্রেপ্তার করা হলো গ্রেনেড হামলার শিকার শেখ হাসিনাকে। মুখে মাইনাস টু ফর্মূলার কথা বললেও আসলে গণবিচ্ছিন্ন, অভিজাততন্ত্রের সমর্থক সুশীলদের লক্ষ্য ছিল মাইনাস ওয়ান তথা শেখ হাসিনাকে রাজনীতি থেকে সরিয়ে দিয়ে গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো। একইসঙ্গে বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে দেশকে শোষণ করা।’

মো. দিদারুল আলমের সভাপতিত্বে ও আব্দুল মোতালেব রানার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পতেঙ্গা থানা আওয়ামী লীগ নেতা ওমর ফারুক, ৪০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি নুর মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলী আকবর চৌধুরী, নগর যুবলীগ নেতা জাকের আহমেদ খোকন, আওয়ামী লীগ নেতা সেকান্দর আজম, নায়েবুল ইসলাম ফটিক, আনিফুর রহমান লিটু, সুফিউর রহমান টিপু, নুরন্নবী পারভেজ, জাহাঙ্গীর হোসেন শান্ত, মো. লোকমান, এসএম আতিকুর রহমান, আবদুল হালিম, ইমতিয়াজ আহমেদ বাবলা।

আরও উপস্থিত ছিলেন জাহিদ খোকন, মো. ইসমাইল, ইমতিয়াজ সুমন, তানভীর হাসান, ফরহাদ আবদুল্লাহ, সাজিবুল ইসলাম সজীব, আবু নাসের জুয়েল, ইয়াসিন আরাফাত, ফারুক হোসেন সুমন, ইকবাল হোসেন রাজু, মাকসুদুর রহমান, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান, মাহফুজ আনোয়ার দিপু, পলাশ চক্রবর্ত্তী, সাজ্জাদ, জাবেদ, মিরাজ, আরমান, আবির, বারেক, ইসমাইল হোসেন রুবেল, হানিফ, রোকন উদ্দিন, রোমন, সোহেল, আলাউদ্দিন সোহেল, মাসুম, হৃদয় কুমার দাশ, কৌশিক রায়, আলী নূর রুবেল, ইব্রাহীম খলিল।

সভার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা এখলাসুর রহমান। এরপর দুস্থদের চাল বিতরণ করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!