শাহ আমানতে তিন যাত্রীর কাছ থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তিন যাত্রী থেকে বারগুলো উদ্ধার করে বিমানবন্দরের এনএসআই টিম।

বিমানবন্দর সূত্র জানায়, বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৩৬ এর এক যাত্রীর কাছ থেকে ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ১১টার দিকে এয়ার আরাবিয়ার ফ্লাইট জি নাইন ৫৮৯ এর যাত্রী থেকে ২টি এবং বাংলাদেশ বিমানের অপর ফ্লাইট বিজি ১৪৮ এর যাত্রীর কাছ থেকে ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ৬টি স্বর্ণের বারের দাম ৩০ লাখ টাকা।

উদ্ধার করা ৬টি স্বর্ণের বার বিমানবন্দর কাস্টমসে বুঝিয়ে দেওয়া হয়েছে। কাস্টমস কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানা গেছে।

এএস/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!