লোহাগাড়ায় জিয়াউল হক চৌধুরী বাবুল-চেয়ারম্যান,এম ইব্রাহীম কবির-ভাইস-চেয়ারম্যান ও জেসমিন আক্তার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদের নির্বাচন গতকাল ৩১ মার্চ রবিবার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সকালে তুলনামূলকভাবে ভোটারের উপস্থিতি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি কমে আসে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার কল্উাজান আদারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ছিল ১হাজার ৫৬৩ ভোট। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোস্তফা কামাল জানান, সকাল সোয়া ৯ টা নাগাদ ৪টি বুথে ১৬০টি ভোট পড়েছে। কলাউজান খালাসীর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েও সকালে ভোটারের উপস্থিতি ছিল। বেলা ১২ টার দিকে উপজেলার পুটিবিলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে, ভোটারের উপস্থিতি কমে গেছে। এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নজরুল ইসলাম জানান, তাঁর কেন্দ্রে ৩ হাজার ৩৪৯ ভোট রয়েছে। দুপুর ১২ টা পর্যন্ত ১ হাজার ৩ শত ভোট পড়েছে।

বেলা ৩টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ১ হাজার ৫ শত। উপজেলার প্রায় কেন্দ্রে বেলা ১২ টার পর ভোটারের উপস্থিতি কমে আসে। তাঁতী পাড়া পূর্ব পুটিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটার ছিল ৪ হাজার ২০৪ জন। এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জাকের উল্লাহ জানান. সকাল ১১ টা পর্যন্ত ১০টি বুথে ভোট পড়েছে ১ হাজার। বেলা ৩টা নাগাদ এ কেন্দ্রে শতকারা ৩০ ভাগ ভোট হয়েছে বলে তিনি জানান। এভাবে উপজেলার নয়টি ইউনিয়নের ৬১টি কেন্দ্রে অনুরুপ চিত্র দেখা গেছে। কোথায়ও কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খল্ াপরিস্থিতি শান্ত ছিল। এই উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

স্বতন্ত্র প্রার্থী জিয়াঊল হক চৌধুরী বাবুল আনারস প্রতীকে ৩৪ হাজার ৩৩৭-ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী খোরশেদ আলম চৌধুরী নৌকা প্রতীকে ২৩ হাজার ৫৬০ ভোট পেয়েছেন। ভাইস-চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকে ২১ হাজার ৪০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এম ইব্রাহীম কবির। নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন মোহাম্মদ সরওয়ার মামুন (চশমা) পেয়েছেন ১৮হাজার ৪৬১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ নেতা নুরুল আবছার চৌধুরীর স্ত্রী জেসমিন আক্তার কলসি প্রতীকে ৩৩ হাজার ৩১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আবদুল জব্বারের স্ত্রী জেসমিন আক্তার ফুটবল প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৬৮১ ভোট।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!