লোহাগাড়ার ৫ ইউনিয়নেই নৌকার জয়, স্বতন্ত্র একটিতে

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের পাঁচটিতেই নৌকা এবং অপর একটিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জয়ী হয়েছেন। এর আগে দুই ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

রোববার (২৬ ডিসেম্বর) চতুর্থ ধাপে লোহাগাড়ার কলাউজান, চরম্বা, পুটিবিলা, পদুয়া, চুনতি ও বড়হাতিয়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এর মধ্যে কলাউজান ইউনিয়নে নৌকার প্রার্থী আবদুল ওয়াহেদ ৮ হাজার ৩৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. এয়াছিন পেয়েছেন ৬২৭০ ভোট।

চুনতি ইউনিয়নে নৌকার প্রার্থী জয়নুল আবেদীন জনু ১২ হাজার ৪৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুর মোহাম্মদ শহীদুল্লাহ পেয়েছেন ৩ হাজার ৪ ভোট।

চরম্বা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাওলানা হেলাল উদ্দিন ৫ হাজার ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদাত উল্লাহ পেয়েছেন ৩ হাজার ৪৭৪ ভোট।

এছাড়া পদুয়া ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. হারুনুর রশিদ।

এর আগে বড়হাতিয়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিজয় কুমার বড়ুয়া এবং পুটিবিলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর হোসেন মানিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!