লাকড়ি আনতে গিয়ে হাতির আক্রমণে কাঠুরিয়ার মৃত্যু পেকুয়ায়

কক্সবাজারের পেকুয়ায় বন্য হাতির আক্রমণে শামশুল আলম নামের ৬৭ বছর বয়সী এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার টইটং তারাবনিয়ার দুর্গম পাহাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

শামশুল আলম টইটং ইউনিয়নের বটতলী মাদ্রাসাপাড়ার মোজাহের আহমদের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার সকাল ৮টায় শামশুল আলম লাকড়ি কাটতে বাড়ি থেকে বের হয়। ওই দিন তিনি বাড়িতে লাকড়ি নিয়ে না আসায় স্বজনদের মধ্যে সন্দেহ হয়। রাতে ২ শতাধিক এলাকাবাসী নিয়ে ইউপি সদস্য আবুল কাসেম তাকে পাহাড়ের বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেন। তবে রাতে তার সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল ১১টায় হাতির ডেরা নামক স্থানে তার লাশ দেখতে পান পথচারীরা।

ইউপি সদস্য আবুল কাসেম বলেন, ‘শামশুল আলম সকালে লাকড়ি আনতে বাড়ি থেকে বের হয়ে সন্ধ্যায় ফিরে না আসায় আমরা ২ শতাধিক লোকজন পাহাড়ে গিয়ে তাকে খোঁজাখুঁজি করি। পরদিন ১১টায় গহীন পাহাড়ে তার লাশ পাওয়া যায়। লোকটি অত্যন্ত অসহায়। দরিদ্র ওই ব্যক্তি পাহাড়ে গিয়ে লাকড়ি কেটে সংসার চালায়।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!