রেস্টুরেন্টে নোংরা পরিবেশ, ফার্মেসিতে নকল সুরক্ষা সামগ্রী

নোংরা পরিবেশে খাবার তৈরি, নকল সুরক্ষা সামগ্রী বিক্রি এবং লাইসেন্স না থাকায় চট্টগ্রামে দুই রেস্টুরেন্ট ও দুই ফার্মেসিকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৭ জুলাই) নগরের কোতোয়ালী ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট মো. জিল্লুর রহমান ও মিজানুর রহমান।

অভিযানে নোংরা পরিবেশে খাদ্য তৈরির অপরাধে কোতোয়ালী থানার মোড়ে ক্যাফে মমতাজ রেস্টুন্টেকে ২ হাজার টাকা, লাইসেন্স না থাকায় সদরঘাটের নেওয়াজ হোটেলকে ৫ হাজার টাকা, নকল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিক্রির অপরাধে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার শাহ আমানত ফার্মেসিকে ১০ হাজার টাকা ও নিরাময় ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সিএম/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!