চট্টগ্রামে রেলের ঈদ টিকিটে আগ্রহ নেই মানুষের

ঈদে ঘরমুখো মানুষের অগ্রিম টিকেট বিক্রিতে আগের মতো তেমন সাড়া মেলেনি। অবিক্রিত থেকে গেছে অনেক টিকেট। ফিরতি টিকেট বিক্রিতেও দেখা গেল একই চিত্র। সোমবার (৫ আগস্ট) ফিরতি টিকেট বিক্রির প্রথম দিনে অবিক্রিত থেকে গেছে অন্তত ৫০ শতাংশ টিকেট। আজ মঙ্গলবারও একই অবস্থা হয় কিনা – এই আশঙ্কায় আছেন খোদ রেলকর্মকর্তারাই।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, সোমবার ঈদের ফিরতি টিকেট বিক্রির প্রথম দিনে টিকেট বরাদ্দ ছিলো ৭ হাজার ৪৩৭টি। এর মধ্যে কাউন্টারে দেওয়া হয় ৫ হাজার ৭টি টিকেট। বাকিগুলো অ্যাপের মাধ্যমে বিক্রি হবে। অ্যাপ কী পরিমাণ টিকেট বিক্রি হয়েছে তার পরিসংখ্যান না থাকলেও কাউন্টারে টিকেট বিক্রি হয়েছে ২ হাজার ৫০০টি।

তিনি জানান, প্রায় অর্ধেক টিকেট অবিক্রিত থাকলেও যাত্রার দিনও টিকেট কেনার সুযোগ পাবে যাত্রীরা।

রেলওয়ে সূত্র জানায়, সোমবার সকাল ৯টা থেকে শুরু হয় অগ্রিম টিকেট বিক্রি। একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত। সবগুলো ট্রেনেই অবিক্রিত থাকে টিকেট।

এসসি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!