চট্টগ্রামের আরএনবির ৩ সদস্যকে বদলি

চট্টগ্রাম প্রতিদিনে সংবাদের জের

চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি, টিকিট কালোবাজারি, বদলি বাণিজ্য, সেনা সদস্যকে মারধর, গণমাধ্যমকর্মীকে লাঞ্ছিত করার মতো বেপরোয়া আচরণের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় জড়িত থাকা একজনসহ তিন সদস্যকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রেলওয়ে পূর্বাঞ্চল চিফ কমান্ড্যান্ট দপ্তর থেকে এ বদলির বিষয়টি নিশ্চিত করা হয়।

রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী চিফ কমান্ড্যান্ট মোহা. আমিনুজ্জামান স্বাক্ষরিত দপ্তর আদেশে এই তিনজনের রদবদল করা হয়।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের অনলাইন সংস্করণে ‘বদলির ২ মাস পরও চট্টগ্রাম ছাড়ছেন না আরএনবির ইন্সপেক্টর, বদলি আরও ৩’—শিরোনামে এক সংবাদ প্রকাশিত হয়।

আরএনবির তিন সদস্যের মধ্যে চট্টগ্রাম স্টেশন জেনারেল শাখার সিআই সালামত উল্লাহকে লাকসাম বদলি করা হয়।

এছাড়া লাকসাম স্টেশনের সিআই এয়াছিন উল্লাহকে সিজিপিওয়াই বন্দর চট্টগ্রামে এবং সিজিপিওয়াইয়ে দায়িত্বরত সিআই আমান উল্লাহ আমানকে চট্টগ্রাম স্টেশনে জেনারেল শাখায় বদলি করা হয়।

জেএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!