রাঙ্গুনিয়ায় এক কারখানাকে ৭০ হাজার জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রাঙ্গুনিয়ায় নিম্নমানের খোলা ভোজ্য তেল দিয়ে খালি বোতলে নকল মোড়ক লাগিয়ে বিক্রি হচ্ছে এমন খবরে এক কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালত। অভিযানে আলাদা আবাসিক এলাকায় দুটি অবৈধ কারখানার সন্ধান পাওয়া যায়। এ সময় কারখানা মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের সয়াবিন ও সরিষার তেল বোতলজাত করার জন্য রাখা বিপুল সরঞ্জাম সিলগালা করে দেয়া হয়।

জানা গেছে, শনিবার (৪ মে) দুপুরে রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নের সাপলেজা পাড়া এলাকায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও ইউএনও মো. মাসুদুর রহমান। এ সময় আদালতকে সহযোগিতা করেন সহকারি কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা ও থানার সহকারি উপ-পরিদর্শক নুরুল আমিন।

এ বিষয়ে ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, ‘আবাসিক এলাকায় কারখানা স্থাপন করে নকল মোড়ক লাগিয়ে দীর্ঘদিন ধরে ভোজ্য তেল বিক্রি করা হচ্ছিল এমন অভিযোগে অভিযান চালানো হয়।অভিযানে কারখানা মালিক মো. রাশেদকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতারণা করে অবৈধ ব্যবসা করবে না এরকম মুচলেকাও নেয়া হয়।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!