রাউজানে পেঁয়াজের দাম বেশি রাখায় ১৫ দোকানকে জরিমানা

চট্টগ্রামের রাউজানে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করার দায়ে ১৫ দোকানদারকে ৬৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সদরের ফকিরহাট, মুন্সিরঘাটা, জলিলনগর ও দক্ষিণ রাউজানে নোয়াপাড়ায় অভিযান পরিচালনা করে এসব দোকানকে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ ও সহকারী কমিশনার (ভূমি) এহসান মুরাদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, ‘পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ রাখার লক্ষে আমরা অভিযান পরিচালনা করেছি। কিছু অসাধু ব্যবসায়ী পেঁয়াজের দাম বেশি রাখার কারণে আমরা জরিমানা করেছি। এর মধ্যে রাউজান সদরে সাতটি দোকানে ৩৮ হাজার টাকা ও দক্ষিণ রাউজানের নোয়াপাড়ায় আটটি দোকানে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। আমরা পেঁয়াজের মূল্য ৬০ থেকে ৭০ টাকার মধ্যে রাখতে নির্দেশ দিয়েছি। যদি ব্যতিক্রম হয় তাহলে দোকান সিলগালা করা হবে। অভিযান অব্যাহত থাকবে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!