মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে বাস চালানোয় চালকের কারাদণ্ড

অক্সিজেন মোড়

চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড়ে সোমবার (১৪ অক্টোবর) মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে গাড়ি চালানো, রুট পারমিট অনুয়ায়ী বাস চলাচল না করায় চালককে এক মাসের কারাদণ্ড ও সাতটি বাসকে মোট এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মনজুরুল হক।

অভিযোগ রয়েছে, ৩ নং রোডের বাসগুলো রুট পারমিট অনুযায়ী চলাচল না করে মাঝপথে যাত্রীদের হয়রানি করে আসছিল।

অক্সিজেন মোড়ে বিআরটিএ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অক্সিজেন মোড়ে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দিয়ে গণপরিবহন চালানোর অপরাধে চালক আবদুল জব্বারকে (৪০) এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। তার বাড়ি ভোলা জেলার দৌলতখান উপজেলার চরপাতা গ্রামে।

জানা যায়, আবদুল জব্বারের লাইসেন্সটি ২০১৭ সালের ২৭ আগস্ট মেয়াদোত্তীর্ণ হলেও তিনি লাইসেন্স নবায়ন না করে দুই বছর ধরে গাড়ি চালিয়ে আসছিলেন।

এছাড়াও গন্তব্যে না গিয়ে মাঝপথে যাত্রী নামিয়ে দেওয়া, রুট পারমিট ছাড়া যানবাহন চালনো ও ফিটনেস না থাকার অপরাধে ৭টি বাসকে মোট এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, চট্টগ্রাম প্রতিদিনে রোববার গণপরিবহনকে শৃঙ্খলায় আনতে নগরে ট্রাফিক বিভাগের বিশেষ অভিযান শীর্ষক একটি প্রতিবেদনে ৩ নং রোডে যাত্রী হয়রানির কথা তুলে ধরা হয়।

সিএম/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!