মেসেঞ্জারে তথ্য পেয়ে পাচারের সেগুন কাঠ উদ্ধার হল হাটহাজারীতে

ফেসবুক ম্যাসেঞ্জারে অভিযোগ পেয়ে পাচারের ১৫৪ পিস সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া এলাকার ফকির টিলার উত্তরে মন্দাকিনী খালে পাচারের সময় সেগুন কাঠগুলো জব্দ করে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৩ টায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, একটা চক্র দীর্ঘদিন ধরে এই উদলিয়াসহ বিভিন্ন সরকারি বনের কাঠ কেটে পাচার করে আসছে। আজ ম্যাসেঞ্জারে একজন সচেতন নাগরিক আমাকে কাঠ পাচারের খবর দেন। আমি দ্রুত উদালিয়া ইউনিয়নের ফকির টিলার উত্তরে নাছিরের বাড়ির পেছনে অভিযান চালিয়ে প্রায় ১৫৪ টি সেগুন কাঠ জব্দ করি।

তিনি আরও বলেন, ভ্রাম্যমাণ আদালত আসার খবর পেয়ে পাচারকারীরা খালে ঝাঁপ দিলে কাউকে আটক করা যায়নি। জব্দ হওয়া কাঠের আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা।

সিএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!