মুক্তিযুদ্ধের সংগঠক আবদুস ছাত্তার ডিলারের ২৬তম মৃত্যুবার্ষিকী

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস প্রেসিডেন্ট আবদুস ছাত্তারের ২৬তম মৃত্যুবার্ষিকী বুধবার (১৭ জানুয়ারি)।

মরহুম আবদুস ছাত্তার পটিয়া উপজেলার পেরলা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তিনি একজন সংগঠকের দায়িত্ব পালন করেন। তাঁর দুই সন্তানও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর ১৯৭৩ সালে ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

আবদুস ছাত্তারের দুই ছেলে পটিয়া কলেজ ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগের প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী ছিলেন। আরেক সন্তান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াছ বড়লিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন।

ব্যক্তিজীবনে তৎকালীন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে পটিয়া মহকুমার সরকারি রেশন ডিলার হওয়ার কারণে আবদুস ছাত্তারের নামের সঙ্গে ডিলার নামটি সকলের কাছে পরিচিত লাভ করে।

মরহুম আবদুছ ছাত্তারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!