মিরসরাইয়ের নৌকার প্রার্থী রুহেলকে নির্বাচন কমিশনে তলব

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাহবুব রহমান রুহেলকে তলব করেছে নির্বাচন কমিশন।

রুহেলকে ১৭ ডিসেম্বর বিকালে নির্বাচন কমিশনের (ইসি) গঠন করা চট্টগ্রাম-১ নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে হাজির হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) চট্টগ্রাম-১ নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং চট্টগ্রাম অর্থঋণ আদালতের যুগ্ম জেলা জজ মুজাহিদুর রহমানের সই করা শোকজ পাঠানো হয়েছে রুহেলকে।

এতে বলা হয়েছে, চট্টগ্রাম -১ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দীনের কর্মী-সমর্থকদের হুমকি, ধমকি, হামলা, ভয়ভীতি প্রদর্শনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য প্রকাশ করে মাহবুব রহমান রুহেলের অনুসারীরা।

যেটি সংসদ নির্বাচনের রাজনৈতিক ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮ এর ১১ (ক) বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

রুহেলের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, এ বিষয়ে বিচারক মুজাহিদুর রহমানের অস্থায়ী কার্যালয় চট্টগ্রাম জেলা জজ আদালত ভবনের চতুর্থ তলায় ব্যক্তিগতভাবে কিংবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সিপি/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!