মাটিরাঙ্গায় প্রশাসনের নজরদারি মানছে না কেউ

করোনাভাইরাসের বিস্তৃতি রোধে সেনাবাহিনী, পুলিশ, উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসন খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গত কয়েকদিন ধরে জনসাধারণের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দফায় দফায় প্রচারণা চালিয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে সেনাবাহিনী সামাজিক দূরত্ব নিশ্চিতে মাটিরাঙ্গা বাজারের গলি গলি গিয়ে যার যার প্রয়োজনীয় কাজ দ্রুত সেরে বাড়ি চলে যাওয়ার অনুরোধ জানায়।

এরপর দুপুর গড়িয়ে বিকেল হলেও সাধারণ মানুষকে প্রশাসনের ডাকে সাড়া দিতে দেখা যায়নি। এখনো বিভিন্ন দোকানের ভেতর দরজা বন্ধ করে চলছে চা চক্রের আড্ডা। কেউ কেউ প্রশাসনের চোখকে ফাঁকি দিতে কুলিং কর্নার এবং চায়ের দোকানে আলু ও পেঁয়াজের বস্তা সাজিয়ে দোকান খোলা রাখছেন।

বিভিন্ন ওষুধ ফার্মেসির বিক্রেতাদের অনেককেই মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহার না করে ব্যবস্থাপত্র, ওষুধ ও টাকা লেনদেন করতে দেখা গেছে।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!