ভোট কেন্দ্রে সেনা থাকবে অস্ত্র ছাড়া, দেখবে ইভিএম

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে চলছে জল্পনা-কল্পনা। সত্যি সত্যি হবে তো ভোট- এমন প্রশ্ন ভোটারের। এত শঙ্কা-আশঙ্কার মধ্য দিয়ে মনোনয়ন জমা দিয়ে ভোটকেন্দ্রের প্রতিটি বুথে সেনা সদস্য রাখার দাবি জানিয়েছিলেন বিএনপি সর্মথিত মেয়র প্রার্থী শাহাদাত হোসেন।

তবে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই সংক্রান্ত দিক নির্দেশনামূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে (ইসি) রফিকুল ইসলাম জানান, ভোট কেন্দ্রে সেনাবাহিনীর উপস্থিতি থাকবে তবে সেটা পোশাকে, কোন অস্ত্র থাকবে না। সেনা বাহিনী শুধুমাত্র ইভিএম এর টেকনিক্যাল বিষয়গুলো দেখবেন।

সেনা মোতায়েনের ব্যাপারে তিনি বলেন,‘সিটি কর্পোরেশন নির্বাচন কিংবা স্থানীয় সরকার নির্বাচনে কখনও আমরা সেনা মোতায়েন করিনি। এবারও করবো না।’

নির্বাচন পেছানোর বিএনপির দাবি প্রেক্ষিতে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। কারণ ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। যা চলবে পুরো মাসব্যাপি। এরপর রোজা এবং ঈদ-উল-ফিতর রয়েছে। তাছাড়া বর্ষাকালে চট্টগ্রাম শহরে নির্বাচন কল্পনাও করা যায় না।

কেন্দ্রে গেলেই ভোটাররা ভোট দিতে পারবেন জানিয়ে ইসি রফিকুল ইসলাম বলেন, ‘আমরা নির্বাচনের সব ধরণের পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করছি। আপনার ভোট আপনি কেন্দ্রে গেলেই দিতে পারবেন। কোনো ঝামেলা হবে না, এটুকু আশ্বস্ত আমরা করতে পারি।’

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন খান, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান, বশির আহমদ, রাঙামাটি সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান, কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদাত হোসাইন, খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা রাজু আহমেদ, কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।

এএ/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!