ব্রিজ দেবে হাটহাজারীতে ট্রেন আটকা

চট্টগ্রামের নাজিরহাট রুটে একটি ব্রিজ দেবে যাওয়ার কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২৯ জানুয়ারি)বিকেল ৪টায় এ ঘটনা ঘটে। শহর থেকে নাজিরহাটমুখী একটি ট্রেন হাটহাজারী এলাকায় আটকে আছে।

চট্টগ্রাম নাজিরহাট রুটে বিকেল ৪টায় কাটিরহাট এলাকার মাঝখানে জব্বারহাটে একটি ব্রিজ দেবে যাওয়ার কারণে চট্টগ্রাম থেকে নাজিরহাটমুখী একটি লোকাল ট্রেন হাটহাজারী স্টেশনে আটকে রয়েছে। নাজিরহাট কাটির হাট এলাকার জব্বারহাটে ১০৫ নম্বর ব্রিজটির পিলারের পাশের মাটি সরে গিয়ে ব্রিজ কিছুটা দেবে যায়। খবর পেয়ে চট্টগ্রাম স্টেশন থেকে লোকজন পাঠিয়ে ব্রিজটি ঠিক করে ট্রেন চলাচল সচল করার চেষ্টা চলছে।

আনাড়ি ঠিকাদারের কর্মচারীরা রেল লাইন সংস্কার কাজের সময় পিলারের গোড়া থেকে মাটি কেটে ফেলার কারণে ব্রিজটি দেবে যায়। ফলে এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে বলে সংশ্লিষ্ট অনেকে মত দিয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে অ্যাডিশনাল চিফ ট্রেড ইঞ্জিনিয়ার তানভীরুল ইসলাম বলেন, ‘ব্রিজ দেবে যায়নি তবে পিলারের গোড়া থেকে মাটি কেটে ফেলার কারণে পিলারের গোড়া থেকে মাটি সরে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেন চলাচল সচল করার চেষ্টা চলছে।

সিএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!