বোয়ালখালীর ইউসুফ হত্যায় মৃত্যুদন্ড পাওয়া রুবেল পতেঙ্গায় গ্রেপ্তার

বোয়ালখালীর সিএনজি চালক ইউসুফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি রুবেল প্রকাশ বস্তি রুবেলকে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি রুবেল কুমিল্লার জেলাফ মো. কামালের ছেলে। তবে তার পালক পিতা হলেন বাকলিয়া থানার তুলাতলীর আবুল হাসেম।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নেজাম উদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘২০০৮ সালের ৩ মে বোয়ালখালীর সিএনজি টেম্পোচালক ইউসুফকে হত্যা করে ৫ জনের একটি সংঘবদ্ধ চক্র৷ তারা এ সময় সিএনজি টেম্পোটিও ছিনতাই করে। এ ঘটনায় ওই বছরের (৪ মে) তারিখে মামলা দায়ের হয়। এ মামলার আরেক আসামি কাউসারকে গ্রেপ্তার করে সিএনজি উদ্ধার করে আদালতে সোপর্দ করে সাতকানিয়া থানা পুলিশ। তদন্ত শেষে বোয়ালখালী থানা পুলিশ ৬ জনকে অভিযুক্ত করে আদালতে মামলাটির প্রতিবেদন দাখিল করে। ৩০ নভেম্বর ওই মামলার রায় হয়। রায়ে রুবেলসহ ৩ জনকে মৃত্যুদণ্ড এবং অপর ৩ জনকে যাবজ্জীবন দণ্ডাদেশ দেওয়া হয়। এচাড়াও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।’

ওসি আরও বলেন, ‘রাতভর পতেঙ্গা, ইপিজেড থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে তাকে রুবেলকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।’

এফএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!