বোধনের ‘জাগাও প্রাণের সুপ্ত শক্তি’র ৪৫তম পর্ব অনুষ্ঠিত

বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের আয়োজনে ৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় নিয়মিত আবৃত্তি আয়োজন ‘জাগাও প্রাণের সুপ্ত শক্তি’র ৪৫তম পর্ব জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারীতে অনুষ্ঠিত হয়।

বোধনের ‘জাগাও প্রাণের সুপ্ত শক্তি’র ৪৫তম পর্ব অনুষ্ঠিত 1

আবৃত্তিশিল্পী পৃথুলা চৌধুরীর সঞ্চালনায় আবৃত্তি পরিবেশন করেন সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সভাপতি আবৃত্তিশিল্পী ফারুক তাহের, তারুণ্যের উচ্ছ্বাসের সদস্য আবৃত্তিশিল্পী কারিশমা কবীর ঐশী, বোধন সদস্য আবৃত্তিশিল্পী লাভলী আক্তার নিশাত, আরিফুন্ নেছা সিদ্দিকা, রীমা দাশ, ইতু সাহা এবং অনিমেষ পালিত।

কর্মীদের আবৃত্তিশিল্পী হিশেবে গড়ে তোলার প্রয়াসে বোধন ১০ বছর পূর্তির পর থেকেই এই শিরোনামে নিয়মিত আবৃত্তি আয়োজন করছে।

আবৃত্তিশিল্পী লাভলী আক্তার নিশাত আবৃত্তি করেন মাকাল—রবীন্দ্রনাথ ঠাকুর, বৃদ্ধাশ্রমবাসিনী মায়ের চিঠি—অমিয় নস্কর, বাঁইচা থাকার চুক্তি—ইসকাত জাহান রাইয়া, প্রিয়ার রুপ—কাজী নজরুল ইসলাম, হোম মেকার-লিপি তালুকদার ও পিতার জন্য পংক্তিমালা—কামরুল হাসান বাদ।

আবৃত্তিশিল্পী আরিফুন্ নেছা সিদ্দীকা আবৃত্তি করেন নিবেদন—রবীন্দ্রনাথ ঠাকুর, শেখ মুজিবের গল্প—ফারজানা রহমান শিমু, রাত পোহালে রোদে যাবো—ওমর কায়সার, পরানের গহীন ভিতর ১৪—সৈয়দ শামসুল হক,কীর্তিসুর নদী—সুমন্ত আসলাম ও শেষ প্রার্থনা—কাজী নজরুল ইসলাম।

আবৃত্তিশিল্পী রীমা দাশ আবৃত্তি করেন বীরপুরুষ—রবীন্দ্রনাথ ঠাকুর, বারাঙ্গনা—কাজী নজরুল ইসলাম, হাতগণনা—সুকুমার রায়, তোদের কেমন স্বাধীনতা—অনিমেষ সূত্রধর ও বৃষ্টি চিহ্নিত ভালোবাসা—আবুল হাসান।

আবৃত্তিশিল্পী ইতু সাহা পরিবেশন করেন পূজার সাজ—রবীন্দ্রনাথ ঠাকুর, একটা দিন আসবেই—ভগীরথ মাইতি, বাংলা নামের নকশী কাঁথায়—লুৎফর রহমান রিটন, সমাজের প্রতি দ্রৌপদী—তানিয়া গুরু ও প্রেমে পরার যুগটা শেষ—আদিত্য প্রণয়।

আবৃত্তিশিল্পী অনিমেষ পালিত পরিবেশন করেন সহজে নয়—মোহাম্মদ মনিরুজ্জামান, শেষবেলায়—শ্রীজীতা দাস, অভিযান–কাজী নজরুল ইসলাম ও গ্রামের কোলে ছায়া নামে—ড. অনুপম সেন ।

আবৃত্তিশিল্পী কারিশমা কবীর ঐশী পরিবেশন করেন— মনি, আমাদের শণিতে আবার আগুন ধরিয়ে দাও—মাহবুবুল আলম চৌধুরী, পাহাড় চূড়ায়—সুনীল গঙ্গোপাধ্যায়, মা—শুভ দাশগুপ্ত, প্রতীক্ষা— রফিক আজাদ।

সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সভাপতি আবৃত্তিশিল্পী ফারুক তাহের পরিবেশন করেন পথের বাঁধন—রবীন্দ্রনাথ ঠাকুর, পান্থজন—শামসুর রাহমান, সহজ—জীবনানন্দ দাশ, একজন অদৃশ্য মানুষ —ওমর কায়সার, মহাবীর মুজিবকন্যা—ফারুক তাহের, বৃষ্টির জন্য প্রার্থনা—রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ।

অনুষ্ঠানে আবহ সঙ্গীতে ছিলেন আবৃত্তিশিল্পী সন্দীপন সেন একা ও রিপন সেনগুপ্ত।

আবৃত্তিশিল্পীদের হাতে বোধনের পক্ষে শুভেচ্ছা স্মারক তুলে দেন বোধনের সভাপতি আব্দুল হালিম দোভাষ, সহ-সভাপতি এডভোকেট নারায়ন প্রসাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী প্রনব চৌধুরী ও দপ্তর সম্পাদক আবৃত্তিশিল্পী তৈয়বা জহির আরশি।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন বোধনের সভাপতি আব্দুল হালিম দোভাষ৷ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বোধনের সহ-সম্পাদক মাইনুল আজম চৌধুরী ও অনুষ্ঠান সম্পাদক জাভেদ হোসেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!