বৃষ্টি ও জোয়ারের পানিতে বেহাল দশা কর্ণফুলী উপজেলার, ডুবল স্কুল-ঘরবাড়ি

দুইদিনের টানা ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে বেহাল অবস্থায় পড়েছে কর্ণফুলী নদী পাড়ের মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে কর্ণফুলী উপজেলার শিক্ষার্থীদের। স্কুল ভবনগুলো পানিতে ডুবে যাওয়ায় উপজেলার প্রায় স্কুলগুলোতে সাধারণ ছুটি ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (৬ আগষ্ট) চট্টগ্রাম আবহাওয়া অফিসের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২১৮ মিলিমিটার।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাতভর বৃষ্টি ও জোয়ারের তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়ক ও অলি-গলি। ড্রেনের ময়লা-আবর্জনা ও নোংরা পানি এখন সড়কে। পানি সরতে না পেরে ঘর ও দোকানপাটের ভেতর পানি ঢুকে গেছে। এতে এলাকায় বেড়েছে জনদুর্ভোগ।

রায়হান নামের এক ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বলেন, সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে। কিন্তু এসাইনমেন্ট জমা দিতে বৃষ্টিতে ভিজে স্কুলে আসলাম। কিন্তু আমাদের স্কুলে পানি ওঠাতে স্কুল দুইদিন বন্ধ দিলো। আবার বাড়ি চলে যাচ্ছি।

কর্ণফুলী উপজেলা সহকারী স্কুল শিক্ষক মহিউদ্দিন আলাভী বলেন, টানা দুইদিনের বৃষ্টিতে রাস্তাঘাট, স্কুল সব ডুবে গেছে। শিক্ষার্থীদের কথা চিন্তা করে আজকে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। কালকেও এমন অবস্থা বিরাজ করলে কালকেও স্কুল বন্ধ থাকবে।

আরএ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!