বুধ ও বৃহস্পতিবার বিদ্যুৎ থাকবে না চট্টগ্রাম নগরীর যেসব গুরুত্বপূর্ণ এলাকায়

সাধারণত শুক্র ও শনিবারে বিদ্যুৎবিভাগ জরুরি মেরামত ও সংরক্ষণের কাজ করে থাকে। এবার বুধবার (৭ অক্টোবর) ও বৃহস্পতিবারেও (৮ অক্টোবর) চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ ও জনবহুল বেশ কিছু এলাকায় বেশ অনেকটা সময়জুড়ে বিদ্যুৎ থাকবে না। এসব এলাকায় সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ চালু হতে পারে বলে তাতে জানানো হয়েছে।

আগ্রাবাদ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে—
বুধবার, ৭ অক্টোবর—সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত

বিক্রয় ও বিতরণ বিভাগ, আগ্রাবাদের আওতাধীন ১১ কেভি ফিডার নং-এইচ/১৪ এর আওতায় মিস্ত্রিপাড়ার মুখ হতে দেওয়ানহাট, মনছুরাবাদ, মেম গলি, মনছুরাবাদ সিএসডি গোডাউনসহ দেওয়ানহাটের পার্শ্ববর্তী এলাকাসমূহ।

বৃহস্পতিবার, ৮ অক্টোবর—সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত

বিক্রয় ও বিতরণ বিভাগ, আগ্রাবাদের আওতাধীন ১১ কেভি ফিডার নং-এইচ/১৭ এর আওতায় সিডিএ রোড নম্বর-২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫ ও ইসলামিয়া ব্রিক ফিল্ড এর আশপাশ এলাকা।

রামপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে—
বুধবার, ৭ অক্টোবর—সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত

বিক্রয় ও বিতরণ বিভাগ, রামপুরের আওতাধীন ৩৩/১১ কেভি উপকেন্দ্রের এইচ/০২ (আংশিক) ফিডারের আওতায় সিএসডি গোডাউন, মহিলা পলিটেকনিক, শারীরিক প্রশিক্ষণ কেন্দ্র, পরিবেশ অধিদপ্তর ও এর আশপাশ এলাকা।

বৃহস্পতিবার, ৮ অক্টোবর—সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত

বিক্রয় ও বিতরণ বিভাগ, রামপুরের আওতাধীন ৩৩/১১ কেভি উপকেন্দ্রের এইচ/০৫ (আংশিক) ফিডারের আওতায় বি ব্লক, বিজিবি মাঠ, চুনা ফ্যাক্টরি ও আশপাশ এলাকা।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!