বিনাকারণে ঘোরার সাজা ১০০ বার ‘আমি দুঃখিত’ লিখা

প্রয়োজন ছাড়া করোনা পরিস্থিতিতে রাস্তায় ঘুরোঘুরি করা কিছু কিশোর ও যুবককে রাস্তায় বসিয়ে ১০০ বার ‘আমি দুঃখিত’লিখার অভিনব সাজা দিলেন চট্টগ্রাম নগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা।

বিষয়টি নিশ্চিত করে নোবেল চাকমা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, নগরীর সিআরবি এলাকায় ঘোরাঘুরি করতে দেখে তাদের কাছে ডাকলাম। জিজ্ঞেস করলে তারা বাহিরে ঘোরাঘুরির কোন যৌক্তিক কারণ দেখাতে পারেনি। বয়স বিবেচনায় তাদের অন্যকোন সাজাও দিতে পারছিলাম না। সবাই বলল ‘আমি দুঃখিত’। তাৎক্ষণিক তাদেরকে ‘আমি দুঃখিত’একশ’ বার লিখতে দিলাম।

প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে সবাইকে ঘরে অবস্থানের নির্দেশনা দিয়েছে। অতি জরুরি প্রয়োজন ছাড়া বাহিরে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে। তারপরও অনেকেই সেই নির্দেশনা মানছেন না। পুলিশের সাথে লুকোচুরিতে ব্যস্ত। প্রশাসন নগরবাসীকে ঘরে রাখতে নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এফএম/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!