বাংলা চ্যানেল পাড়ি দেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী হিসেবে প্রথমবারের মতো বাংলা চ্যানেল পাড়ি দিতে মনোনয়ন পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী।

সোমবার (২০ ডিসেম্বর) টেকনাফ শাহ পরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত ১৬.১ কিলোমিটার সাঁতার কেটে তারা বাংলা চ্যানেল পাড়ি দিবেন।

এই তিন শিক্ষার্থী হলেন— ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগের দুই শিক্ষার্থী সালাহ উদ্দিন ও শফিউল হাসান এবং পালি বিভাগের শিক্ষার্থী উজ্জ্বল চাকমা।

এ বিষয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে সালাহ উদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, বাংলা চ্যানেল পাড়ি দেয়ার স্বপ্নটা আমি পাঁচ বছর ধরে লালন করে আসছি। অবশেষে আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আপাতত স্বপ্নটা পূরণ করাই আমার প্রধান উদ্দেশ্য।

এর আগে গত ৩ ডিসেম্বর ঢাকার বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত টানা ৪ ঘন্টা সাঁতার কেটে তারা এই মনোনয়ন পান।

এমআইটি/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!