ফৌজদারহাটে ঢাকামুখী মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

চট্টগ্রাম থেকে ঢাকামুখী মালবাহী কন্টেইনার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ফৌজদার হাট স্টেশনের কাছে এই মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়।

রেলওয়ে কন্ট্রোল রুম থেকে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে এ ঘটনায় ট্রেন চলাচল বিষয়ে কোনো সমস্যা হবে না বলে জানা গেছে।

জানা যায়, পণ্যবাহী ট্রেন চট্টগ্রাম সিজিপিওয়াই থেকে ঢাকা অভিমুখে মালামাল নিয়ে রওনা হয়। ফৌজদারহাট স্টেশনের কাছাকাছি পৌছালে মালবাহী ট্রেনের একটি কোচের একটি বগি লাইনচ্যুত হয়।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী (সিজিপিওয়াই) সিআই মো. এয়াছিন জানান, মালবাহী ট্রেনের একটি বগির লাইনচ্যুত হলে দ্রত উদ্ধারকারী ট্রেন সেখানে পৌঁছে। তবে ট্রেন চলাচলে কোনো সমস্যা হবে না।

জেএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!