ফেসবুকের কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর এলো জাকারবার্গের মুখে

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য পুরস্কার ঘোষণা করেছে ফেসবুক। এজন্য এক বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ।

বুধবার (১৪ জুলাই) রাত ১০টার দিকে এক পোস্টে এই ঘোষণা দেন মার্ক জাকারবার্গ।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা ফেসবুককে মিলিয়ন মিলিয়ন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সবচেয়ে সেরা প্লাটফর্ম ‍হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য আমরা নতুন একটি প্রোগ্রাম তৈরির কাজ চালিয়ে যাচ্ছি। এতে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করা হবে। ২০২২ সালে যারা ফেসবুক ও ইনস্টাগ্রামে সেরা কনটেন্ট ক্রিয়েটর বলে বিবেচিত হবেন তাদেরকে পুরস্কৃত করতে এই অর্থ ব্যয় করা হবে।’

ফেসবুকের সিইও আরও জানিয়েছেন, কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এ ধরনের ঘোষণা ফেসবুকের জন্য নতুন কিছু নয়। এর আগেও এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। তবে এ ধারা অব্যাহত রাখতে চায় ফেসবুক।

এ বিষয়ে বিস্তারিত খুব শিগগিরই জানানো হবে বলে ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন জাকারবার্গ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!