ফুটপাত দখল করায় আগ্রাবাদের ১৪ ভবন মালিক ও ব্যবসায়ীকে অর্থদণ্ড

চট্টগ্রাম নগরীর বাণিজ্যিক এলাকায় ফুটপাত ও নালার জায়গা দখলসহ অবৈধ স্থাপনা তৈরি করে ব্যবসা করার দায়ে ১৪ ভবন ও ব্যবসায়ীকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ নভেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

মারুফা বেগম নেলী জানান, নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, সিজিএস বিল্ডিং এলাকা, লাকি প্লাজা-টাইগারপাস এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে প্রায় দুই শতাধিক দোকান অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিল।

অনুমতিবিহীন বিভিন্ন স্থাপনা করে ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনাসহ মানুষের চলাচলে পথ বাঁধা সৃষ্টির দায়ে ১৪ ভবন ও ব্যবসায়ীকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!