শাহ আমানতে যাত্রীর প্যান্টের বকলেসে ৯ স্বর্ণের বার

বিমানযাত্রীর প্যান্টের বেল্ট বকলেসে বিশেষ কায়াদায় লুকানো ৯টি স্বর্ণের বার ও ব্যাগেজ থেকে ২৪০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে।

বৃহষ্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ৩ যাত্রীর কাছ থেকে এসব পণ্য উদ্ধার করে চট্টগ্রাম কাস্টমস হাউসের দায়িত্বরত কর্মকর্তারা।

কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রিয়াদুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে জানান, সকাল ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৮ ফ্লাইটে দুবাই থেকে তিনজন যাত্রী চট্টগ্রামে আসেন। এসময় তাদের গতিবিধি সন্দেহজনক হলে কাস্টমস কর্মকর্তারা তাদেরকে চ্যালেঞ্জ করে। পরে তারা বিশেষ কায়দায় বেল্টের বকলেসে লুকিয়ে রাখা মোট ১,০৫৩ গ্রাম ওজনের ৯ স্বর্ণের বার বের করে দেয়। এরপর তাদের ব্যাগেজে তল্লাশি করে ২৪০ কার্টন মন্ড ব্যান্ডের সিগারেট পাওয়া যায়।

এ ব্যাপারে কাস্টমস আইনে প্রয়োজনীয় প্রক্রিয়া নেওয়া হয়েছে বলে তিনি জানান।

এএম/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!