পুলিশ মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করেছে

চট্টগ্রামের পাঁচলাইশে পুলিশের মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ এবং ইভটিজিংবিরোধী ছাত্র সমাবেশ বুধবার (২৯ জানুয়ারি) সকালে রহমানিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার বিজয় বসাকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অর্থ ও প্রশাসন) আমেনা বেগম। বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া ও আমেরিকার শেরিফ ডিপার্টমেন্টের সাবেক কমান্ডার মাইক পার্কার।

পুলিশ মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অবলম্বন করেছে 1

সমাবেশে বক্তারা বলেন, ‘নতুন প্রজন্মকে মাদকের ভয়াবহতার হাত থেকে বাঁচাতে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে পুলিশ ও প্রশাসন। মাদক দেশ ও জাতির জন্য অভিশাপ। এই অভিশাপের হাত থেকে কিশোর-কিশোরীদের রক্ষায় পরিবারের সদস্যদের ভূমিকা পালন করতে হবে।’

এএ/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!