পুলিশকে গুলির পর বন্দুকযুদ্ধে ৪ রোহিঙ্গা ডাকাত নিহত

৪০ হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার

কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং-শামলাপুরের গহীন পাহাড়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে হাকিম ডাকাতের দুই ভাইসহ চার রোহিঙ্গা। এসময় ঘটনাস্থল থেকে ৪০ হাজার ইয়াবা ও ৪টি দেশিয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার (২৬ জুন) দুপুরে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কিছুই জানাননি।

তবে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে হোয়াইক্যং-শামলাপুরের মাঝামাঝি পাহাড়ে সশস্ত্র রোহিঙ্গা ডাকাত দলের অবস্থানের খবর পেয়ে জেলা পুলিশের বিশেষ একটি দল ওই আস্তানা ঘিরে ফেলে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশও আত্মরক্ষার্থে গুলি করে। এক পর্যাযে সেই আব্দুল হাকিম ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়। দুপক্ষের গুলি বিনিময় থেমে গেলে ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ বশির, হামিদ, রফিক ও রইঙ্গা নামে ৪ জন রোহিঙ্গাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। নিহত চারজনের মধ্যে বশির ও হামিদ রোহিঙ্গা হাকিম ডাকাতের ভাই বলে জানা গেছে।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!