পিকনিকের বাস খাদে, আহত ৪০

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু মেরংলোয়া ব্রিজের রেলিং ভেঙ্গে পিকনিকের বাস খাদে পড়ে ৪০ জন আহত হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে এই দুর্ঘটনা ঘটে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান- চট্টগ্রাম থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে পিকনিকের যাত্রীবাহী একটি বাস বাইপাস নামক স্থানটি অতিক্রমের সময় ভুলবশত বিকল্প পথের পূর্ব মেরংলোয়াস্থ পুরাতন ব্রিজ হয়ে গেলে বাসটি রেলিং ভেঙ্গে ৫০ ফুট নিচে পড়ে দুমড়ে মুছড়ে যায়।

তিনি বলেন, বাসটির যাত্রী ছিল ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্ট’ এর।

দুর্ঘটনায় আহতরা হলো- আবির (২১), আতিক (২২), মোছাদ্দেক (২২) সোহান (২২), জাহিদ ইসলাম, জিয়াউল করিম, নাজমুল হুসাইন (২৫), গফুর পিতা (২৫), আল আমিন (২৬), ইউনুচ (২৪), তরিকুল ইসলাম (২৬), আব্দুর রউফ (২৫), আবু মুছা (২৮), মাহিম (২৭), রাজিব (২৭), বকতিয়ার (২৫), মঞ্জুরুল হুসাইন সাকিব (১৯), জুয়েল (২৭), নোমান (২৭), নাঈম হুসাইন (২২), ফয়সাল (৩১), মোশরফ হুসাইন (২৫), সাইফুল ইসলাম বাপ্পি (৩০), নিজাম (২৬), সাইফুল ইসলাম (২৭), হাসিব (১৯), সজল (২৬) ও নজরুল হক সাকিব (১৯)।

আহতদের কক্সবাজার জেলা সদর হাসপাতাল ও রামু হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!