পিকআপের চাকায় ১০ হাজার ইয়াবা, কোতোয়ালীতে চালক গ্রেপ্তার

চট্টগ্রামের কোতোয়ালীতে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ মো. ফারুক (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) রাত ৮টায় ফিরিঙ্গীবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি পিকআপও জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (বন্দর) উপ-পরিদর্শক মো. মোমিনুল হাসান।

তিনি বলেন, ‘পিকআপ ভ্যানে করে কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান ঢাকায় নেওয়া হচ্ছে এমন খবর পেয়ে বুধবার সন্ধ্যায় আমরা ফিরিঙ্গী বাজার মোড়ে অবস্থান করি। প্রায় আধা ঘণ্টা পর রাত ৮টার দিকে পিকআপটি ঘটনাস্থলে পৌঁছলে সেটিকে থামানো হয়। তবে চালক প্রথমে ইয়াবা পাচারের বিষয়টি অস্বীকার করেন। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে পিকআপের চাকার উপর বিশেষভাবে রাখা ইয়াবার কথা স্বীকার করে চালক।’

তিনি আরও বলেন, ‘ইয়াবাগুলো টেকনাফের সাবরাং মধ্যম কাটাবনিয়া এলাকার কবির আহমদের ছেলে মো. ওসমান গণির (৩২) কাছ থেকে নিয়ে ঢাকায় গিয়ে মো. মামুন (৩৫) নামের একজনকে বুঝিয়ে দেওয়ার কথা ছিল। গ্রেপ্তার ফারুক জব্দ করা পিকআপটিরও মালিক। তিনি পিকআপটি ব্যবহার করে আগেও কয়েকবার ইয়াবা পাচার করেছেন।’

এ ঘটনায় বুধবার দিবাগত রাতে কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে বলে জানান এসআই মো. মোমিনুল হাসান।

এনজে/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!