পাকিস্তান বানানোর স্বপ্ন দেখলে সে দেশে চলে যান- চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশে যুবলীগ নেতা দেবু

এদেশে সাম্প্রদায়িক রাজনীতি যে চলবে না তা একাত্তরে ফাইনাল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম যুবলীগের নেতা দেবাশীষ পাল দেবু। তিনি বলেন, তবুও যারা এদেশকে পাকিস্তান, আফগানিস্তান বানানোর স্বপ্ন দেখেন তাদের বলবো, আপনার সে দেশে চলে যান।

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ বড়পোল এলাকায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী শনিবার (৬ ডিসেম্বর) এ সমাবেশের আয়োজন করেন দেবাশীষ পাল দেবু।

এর আগে কাস্টমস হাউজ থেকে শুরু হওয়া মিছিলটি আগ্রাবাদ মোড়, এক্সেস রোড হয়ে বড়পোল বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে এসে শেষ। সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে দেবাশীষ পাল দেবু বলেন, ‘বাংলাদেশে হাজার বছরের শিক্ষা, সংস্কৃতি ও সকল ধর্ম, বর্ণ মানুষের সহাবস্থান। এদেশে সাম্প্রদায়িক রাজনীতি যে চলবে না তা একাত্তরে ফাইনাল হয়ে গেছে। তবুও যারা এদেশকে পাকিস্তান আফগানিস্তান বানানোর স্বপ্ন দেখেন তাদের বলবো, আপনার সে দেশে চলে যান। আমরা বঙ্গবন্ধুর প্রশ্নে কোন আপোষ করবো না। প্রয়োজনে বুকের রক্ত দিয়ে যুবলীগ মৌলবাদী অপশক্তিকে প্রতিরোধ করবে।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে তাতেই দেশবিরোধীদের গাত্রদাহ শুরু হয়েছে। যুবলীগ মাঠে নামলে তাদের পালানোর পথ থাকবে না।’

এসময় উপস্থিত ছিলেন বন্দর সিবিএ’র সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, কাউন্সিলর প্রার্থী সালাউদ্দিন বাবর, যুবনেতা জামিল আহমেদ মিলন, মো. লোকমান, মো.কায়সার, ইসমাঈল, মো মিজান, মো মনির, মো আজাদ, জয় বাদশা টিপু, জুয়েল, ফরহাদ আবদুল্লাহ, মো.সালাউদ্দিন, রতন দাশ, আবু নাছের জুয়েল, সাজিবুল ইসলাম সজীব, রমজান আলী, মো. মাসুম, সোহেল, মো. হানিফ, মো. রাসেল, রাসেদুল আলম ইমু, মো. রানা, রাকেশ, ইসমাঈল হোসেন, জামাল, কৌশিক রায়, সাইফুল, ইমাম হোসেন, প্রান্ত প্রমুখ।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!