পবিত্র জুমার নামাজ স্থগিত হল বাহরাইনে

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে শুক্রবার পবিত্র জুমার নামাজ বন্ধ ঘোষণা করেছে বাহরাইন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় করোনাভাইরাস ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে বাহরাইনের সুন্নি এন্ডোমেন্টস অধিদপ্তরের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

এক বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতিদিনের পাঁচ ওয়াক্তের নামাজ স্বাভাবিকভাবে মসজিদে অনুষ্ঠিত হবে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!