পণ্যের মেয়াদ ও মূল্য তালিকা না থাকায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা সাতকানিয়ায়

চট্টগ্রামের সাতকানিয়ায় রমজান মাস উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পণ্যের গায়ে মূল্য না থাকা ও মেয়াদ ছাড়া বিক্রির দায়ে সাত প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২ এপ্রিল) বিকালে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের লতাপীর বাজার, ফুলতলা বাজার এবং এওচিয়া ইউনিয়নের এওচিয়ার টেক এলাকায় এই অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা এই অভিযানে নেতৃত্ব দেন।

ইউএনও ফাতেমা-তুজ-জোহরা বলেন, ‘বিভিন্ন দোকানে পণ্যের মূল্য তালিকা, পণ্যের মেয়াদ না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার আইনে মামলা ও জরিমানা আদায় করা হয়। এছাড়াও মেয়াদোত্তীর্ণ পণ্যসমূহ জব্দ করে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।’

ইউএনও আরও বলেন, দোকানিদের রমজান মাসে নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে পুরো রমজান মাসে এই অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানে সহায়তা করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আনসার বাহিনীর সদস্যরা।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!