পটিয়ায় মাকে গুলি করে হত্যার ঘটনায় ছেলে গ্রেপ্তার

মাকে গুলি করে খুনের ঘটনায় চট্টগ্রামের পটিয়ার সাবেক মেয়র ও জাতীয় পার্টির নেতা শামসুল ইসলাম মাস্টারের ছেলে মাঈনুদ্দীন মো. মাঈনুকে (২৯) গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার র‍্যাব-৭ চট্টগ্রাম তাকে গ্রেপ্তার করে। হত্যায় ব্যবহৃত একটি অস্ত্রও উদ্ধার করেছে র‍্যাব।

এসব বিষয় নিশ্চিত করেছেন র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্ণেল এম এ ইউসুফ।

পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম ঘটনার দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জায়গা জমি ও ব্যাংকের জমানো টাকা নিয়ে বিরোধের জেরে গুলি করে ছেলে মাকে হত্যা করে পালিয়ে যায়। বাড়ির একটি কক্ষ থেকে একটি পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গত ১৩ জুলাই সামশুল আলম মাস্টার মারা যান। তিনি পটিয়া পৌরসভার মেয়র ছিলেন। মৃত্যুর পর থেকে ছেলে মাঈনুদ্দীন টাকা-পয়সা ও সম্পত্তি নিয়ে মাকে নিয়মিত চাপ প্রয়োগ করতেন বলে প্রতিবেশীরা জানান।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!