পটিয়ায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, মালিককে জেল-জরিমানা

চট্টগ্রামের পটিয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে মক্কা মদিনা ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ফার্মেসির মালিক গাজী মো. আনিসুর রহমানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরসদরের আমির ভাণ্ডার রেলগেট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান।

উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান বলেন, ‘মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করার অপরাধে মক্কা মদিনা ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা এবং ফার্মেসির মালিক গাজী মো. আনিসুর রহমানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অন্যান্য ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি না করার জন্য সতর্ক করে দেওয়া হয়।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!