পটিয়ায় দোকান খুলে জরিমানা গুণলো ৫ দোকানি

করোনায় উদ্ভূত পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে পটিয়া পৌরসভার ৫ দোকানিকে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) রাতে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে পটিয়া পৌরসভার সুচক্রদন্ডি ও বাস স্টেশন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ইনামুল হাছান।

তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ থেকে জনগণকে সচেতন করতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। তবুও সরকারি আদেশ অমান্য করে বিকেল পাঁচটার পরেও দোকান খোলা রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ দোকানিকে সাড়ে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!