করোনা উপসর্গে সাতকানিয়ায় কিশোরের মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নে মো. সাকিব (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাতে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে নমুনা সংগ্রহের পর তার দাফন প্রক্রিয়া সম্পন্ন হয়। গত ৬-৭ দিন ধরে সাকিবের জ্বর, সর্দি, কাশি ছিল। এছাড়া মারা যাওয়া ওই কিশোর থ্যালাসেমিয়ায় আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য নুরুল কবির।

তিনি বলেন, ‘সাকিব গত সপ্তাহ ধরে জ্বর, সর্দি, কাশিতে ভুগছিল। গতকাল রাতে সে মারা যায়। করোনা সন্দেহে প্রশাসন তার নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে।’

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল মজিদ ওসামানী বলন, ‘করোনার উপসর্গে মৃত্যু হয়েছে খবর পেয়ে নমুনা সংগ্রহ করে সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।’

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!