নোংরা পরিবেশে তৈরি হচ্ছিল সেমাই, ২০ হাজার টাকা দণ্ড

চট্রগ্রামের হাটহাজারী উপজেলার চারিয়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও সংরক্ষণের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ মার্চ) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফ উল্যাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়েছে।

সেমাই কারখানাটিতে অভিযানে গিয়ে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে সেমাই। তৈরি করা সেমাই কারখানার ফ্লোরে ফেলে রাখা হয়েছে। আবার তৈরি এসব সেমাই নোংরা স্থানে শুকানোও হচ্ছে। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও সংরক্ষণের অপরাধে মেসার্স ইউনুস মিয়া সেমাই ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সিএম/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!